Monday, March 31, 2014

When you buy a old iPhone must be see this tip's


* Activation Lock/iCloud Lock/Apple ID Lock আছে কিনা অবশ্যই দেখে নিন। যা জানতে আইফোনের Settings > iCloud > এখানে দেখুন কারো অ্যাপেল আইডি সাইন ইন করা আছে কিনা, থাকলে তা ডিলিট করে নেন বা দিতে বলেন।
* ১০০% নিশ্চিত ঝামেলামুক্ত হতে Settings > General > Reset > Reset all content and settings > Erase iPhone > Erase করে ফ্যাক্টরি রিসেট করে নিন। এটা করার পর মেইন স্ক্রীনে যেতে পারলেই তবেই সেই আইফোন কিনুন।
* আইফোন আসল না নকলঃ এটা জানার জন্য আপনি আগে থেকে কারো কোন অরিজিনাল আইফোন দেখে নিতে পারেন কেমন দেখাবে অ্যাপস, সেটিং, কুয়ালিটি এসব। কারণ চায়না আইফোন সব একরকম বানাতে পারলেও ছবির কুয়ালিটিতে অনেক পার্থক্য থাকে। আর আসল আইফোনের চার্জার কেমন তা জেনে নিন যাতে নকল আইফোন কিনে প্রতারিত না হন। মোট কথা আগে থেকে ধারনা রাখুন যেভাবেই হোক আসল চেনার জন্য। নকল আইফোনের চার্জার আসল আইফোনের চার্জারের মত না।
* আইফোনের পিছনে মডেল নাম্বারঃ এটা থেকেও অনেক সময় বুঝতে পারা যায়। http://mostafaenterprice.blogspot.com/2014/03/how-to-identify-iphone-model.html  দেখুন বিস্তারিত জানার জন্য।
* ফ্যাক্টরি আনলকঃ যে আইফোন কিনবেন তা থেকে *#06# ডায়াল করে অথবা Settings-General-About-IMEI থেকে নাম্বার নিয়ে iPhone IMEI Chack  থেকে দেখে নিন আইফোনের বিস্তারিত অনেক কিছু। এখানে অ্যাপেল আইফোন লেখা দেখালে তা আসল আইফোন।
* Voice Memo অ্যাপস চেক করাঃ যে আইফোন কিনবেন সে আইফোন থেকে Voice Memo অ্যাপস ওপেন করে সাউন্ড রেকর্ড করে তারপর বাজিয়ে দেখুন নিচের LoudSpeaker আর উপরের Ear Speaker ঠিক আছে কিনা। এমনিতে বাজালে নিচের স্পিকার দিয়ে বাজবে আর স্ক্রীন থেকে Speaker অপশন এ ক্লিক করলে উপরের স্পিকার দিয়ে বাজবে যেটা দিয়ে কেউ কল করলে শুনা যায়।

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...